এসএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ PDF (ঢাকা সহ সকল বোর্ড)
এসএসসি বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২৫> লিখিত/ বহুনির্বাচনি

এসএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ PDF ঢাকা সহ সকল বোর্ড)>আমাদের নতুন একটি ব্লক পোস্টে সকলকে স্বাগতম। আশা করি সকলেই সুস্থ রয়েছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি এসএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫। আমাদের আজকের পর্বের অনেক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এসএসসি বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত আকারের ফাইনাল ও চূড়ান্ত সাজেশন প্রস্তুত করা। আপনারা যারা ২০২৫ এর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং বাংলা দ্বিতীয় পত্র শিক্ষার্থী রয়েছে তাদের জন্য উক্ত ব্লক পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা পরীক্ষার আগ মুহূর্তে আমরা ব্যাকরণ/ নির্মিত অংশের সৃজনশীল, নৈব্যক্তিক প্রশ্নের সংক্ষিপ্ত আকারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি।
এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৫ (ঢাকা সহ সকল বোর্ড)
১০ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ এর এসএসসি ও সমমান পরীক্ষা। জারি ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টে অনিক কঠিন যেখানে ব্যাকরণ অংশ ও নির্মিত অংশ হতে সিজনশীল, ভাব সম্প্রসারণ, রচনা, চিঠি,অনুবাদ ইত্যাদি বিষয়ের উপর প্রশ্ন হয়ে থাকে।
যে কারণে শিক্ষার্থীরা অনেক চিন্তিত তারা কিভাবে প্রশ্ন পড়লে ১০০% কমন পড়বে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই অংশ পেতে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী টিম দ্বারা বিভিন্ন নোট বই ও টেক্সট বই সাহায্য নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন নিয়ে সাজেশন সাজিয়েছি যা পড়লে কমন আসবে ইনশাল্লাহ।
আরও দেখুন;- এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২৫ (সকল বোর্ড/ক,খ,গ,ঘ সেট)
এসএসসি বাংলা ২য় পত্র চূড়ান্ত সাজেশন ২০২৫ PDF
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডসহ ১টি কারিগরি ও ১টি মাদ্রাসা মিলে সর্বমোট এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লক্ষ ৩৩ হাজার ২৭৭ জন প্রার্থী নিয়ে অনুষ্ঠিত হয় ১০ই এপ্রিল ২০২৫ এর এসএসসি পরীক্ষা। রুটিনের প্রথম দিকেই বাংলা ২য় পত্র পরীক্ষা হয় শিক্ষার্থীরা একটু নার্ভাস থাকে পরীক্ষার কেন্দ্রে কেমন গার্ড হবে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এসব বিষয়ে। যার জন্য তাদের মাথায় একটু পড়াশোনা চাপ প্রয়োগ হয় এবং ভাবে কিভাবে পড়লে কমন আসবে। তাদের এই বিষয়ে লক্ষ্য করে আমরা পরীক্ষার শেষ লগ্নে এসে চূড়ান্ত সাজেশন প্রস্তুত করেছি যা চাইলে এখান থেকেই পিডিএফ আকারে ডাউনলোড করে পড়ুন।
অনুচ্ছেদ রচনা:
১. কোভিড-১৯
২. যানজট
৩. নারীশিক্ষা
৪. বিজয় দিবস
৫. পরিবেশ দূষণ
৬. বাংলা নববর্ষ
৭. খাদ্য ভেজাল
৮. ইন্টারনেট
৯. শীতের সকাল
১০. বিশ্বায়ন
সারাংশ:
১. মানুষের মূল্য কোথায়? … চরিত্রে…
২. অতীত ভুলে যাও… অতীতের দুশ্চিন্তার…
৩. জাতিকে শক্তিশালী… শ্রেষ্ঠ ধন-সম্পদশালী…
৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে
৫. তুমি জীবনকে সুন্দর করতে চাও? ভালো কাজ…
সারমর্ম:
১. বহুদিন ধরে বহুক্রোশ দূরে
২. বসুমতি কেন তুমি এতই কৃপণা
৩. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
৪. দৈন্য যদি আসে আসুক
৫. কোথায় স্বর্গ কোথায় নরক
৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
ভাব-সম্প্রসারণ:
১. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ
২. দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ
৩. কীর্তিমানের মৃত্যু নেই
৪. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
৫. নানান দেশের নানান ভাষা
৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন
৭. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
আবেদন পত্র:
১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন
২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন
৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন
৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন
ব্যক্তিগত পত্র:
১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ।
২. এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
৩. সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ।
৪. ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।
প্রতিবেদন তৈরি:
১. বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
২. মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৩. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।
৪. তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।
৫. ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।
প্রবন্ধ রচনা:
১. কোভিড-১৯
২. স্বদেশপ্রেম
৩. মানবকল্যাণে বিজ্ঞান
৪. পরিবেশ দূষণ
৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
৬. শ্রমের মর্যাদা
৭. জাতিগঠনে নারী সমাজের ভূমিকা
এসএসসি বাংলা ২য় পত্র সংক্ষিপ্ত সাজেশন ২০২৫> লিখিত/ বহুনির্বাচনি
প্রত্যেকবারের মতোই এ বছর সংক্ষিপ্ত সিলেবাস আকারে মোট ১০০ নম্বরের মধ্যে এই এসএসসি বাংলা ২য় পত্রের প্রশ্নপত্র প্রদান করা হবে। যেখানে লিখিত আকারের ৬০ নম্বর থাকবে এবং বহুনির্বাচনি অংশে ৪০টি প্রশ্ন থাকবে প্রত্যেকটির মানে ১ নম্বর করে মোট ৪০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা বহুনির্বাচনিী প্রশ্নগুলো কিভাবে পড়ে কমনভাবে এই বিষয়ে চিন্তিত। যে কারণে আমরা এই অংশ পেতে লিখিত আকারের জন্য ব্যাকরণ অংশ, ভাব সম্প্রসারণ, রচনা, চিঠি, ইত্যাদি বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে পাশাপাশি নৈব্যক্তিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে সংক্ষিপ্ত আকারের সাজেশন প্রস্তুত করেছি।
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি বাগযন্ত্র?
ক. পাকস্থলী
খ. ফুসফুস
গ. পিত্তকোষ
ঘ. যকৃৎ
২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?
ক. স্বরধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি
গ. মৌলিক ধ্বনি
ঘ. যুগ্মধ্বনি
৩. ‘উ’ উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
ক. উচ্চ-সম্মুখ
খ. নিম্ন-সম্মুখ
গ. উচ্চ-পশ্চাৎ
ঘ. নিম্ন-পশ্চাৎ
৪. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
ক. খঞ্জ
খ. জ্ঞান
গ. বিজ্ঞান
ঘ. সংজ্ঞা
৫. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ
খ. যতি সংস্থাপন
গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
৬. ‘আরু’ প্রত্যয় যোগে গঠিত শব্দ—
ক. ধুনারি
খ. বোমারু
গ. শুনানি
ঘ. পূজারি
৭. অর্থসংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম –
ক. সমাস
খ. কারক
গ. বাচ্য
ঘ. বচন
৮. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. অনুম্বার
ঘ. স্বরসন্ধি
৯. কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে বলে-
ক. পদাত্মক দ্বিত্ব
খ. অনুকার দ্বিত্ব
গ. ধন্যাত্মক দ্বিত্ব
ঘ. পুনরাবৃত্ত দ্বিত্ব
১০. ক্রমবাচক সংখ্যাশব্দের এক বা একাধিক কী রয়েছে?
ক. জোড়শব্দ
খ. শব্দদ্বিত্ব
গ. প্রতিশব্দ
ঘ. সংখ্যাশব্দ
১১. যে শব্দকে বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায় তাকে বলে-
ক. উপসর্গ
খ. প্রত্যয়
গ. সাধিত শব্দ
ঘ. মৌলিক শব্দ
১২. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?
ক. ভাববাচক বিশেষ্য
খ. গুণবাচক বিশেষণ
গ. গুণবাচক বিশেষ্য
ঘ. ভাব বিশেষণ
১৩. ব্যক্তি, বন্ধু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম হয়?
ক. পারস্পরিক
খ. সকলবাচক
গ. অনির্দিষ্ট
ঘ. নির্দেশক
১৪. ‘খুব ভালো খবর’ – এই বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?
ক. ভাববাচক বিশেষণ
খ. প্রশ্নবাচক বিশেষণ
গ. উপাদানবাচক বিশেষণ
ঘ. অবস্থাবাচক বিশেষণ
১৫. পারভেজ বই পড়ে— এ বাক্যের ক্রিয়াটি-
ক. সকর্মক
খ. অকর্মক
গ. দ্বিকর্মক
ঘ. সমাপিকা
১৬. ‘কখনো বা দেখা হবে।’- এই বাক্যে ‘বা’ কোন ক্রিয়াবিশেষণ?
ক. পদাণু
খ. ধরনবাচক
গ. কালবাচক
ঘ. স্থানবাচক
১৭. কোনটি অনুসর্গের উদাহরণ?
ক. আপন, তুমি
খ. বলে, কয়ে
গ. অভিমুখে, কাছে
ঘ. জোরে, আস্তে
১৮. ‘ও’ বর্ণটি যখন পদ বা বাক্যকে সংযুক্ত করে তখন ‘ও’- কে বলে-
ক. প্রত্যয়
খ. সন্ধি
গ. বিভক্তি
ঘ. যোজক
১৯. যে ধরনের শব্দ সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে-
ক. সম্বোধন আবেগ
খ. প্রশংসা আবেগ
গ. অলংকার আবেগ
ঘ. বিস্ময় আবেগ
২০. ‘ছুঁয়োনা ছুঁয়োনা গুটি লজ্জাবতী লতা’- এই বাক্যে কোন্ শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক. ছুঁয়োনা
খ. ওটি
গ. লজ্জাবতী
ঘ. লতা
২১. বাক্যে গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তিগুলো বসে?
ক. -য়ে, -এ
খ. -য়, -অ
গ. -কে, -রে
ঘ. দ্বারা, দিয়ে
২২. ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তির উদাহরণ হচ্ছে-
ক. – ইয়ে
খ. – আতে
গ. – আলে
ঘ. – লে
২৩. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?
ক. বাক্য
খ. বাক্যাংশ
গ. উদ্দেশ্য
ঘ. বিধেয়
২৪. একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৫. যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে—
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ডবাক্য
২৬. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে বলে-
ক. কর্ম কারক
খ. করণ কারক
গ. সম্প্রদান কারক
ঘ. কর্তৃকারক
২৭. যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাকে বলে—
ক. কর্তাবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তাবাচ্য
২৮. আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ক্রিয়ার পরিবর্তন করতে হয়-
ক. স্থান অনুযায়ী
খ. কাল অনুযায়ী
গ. সর্বনাম অনুযায়ী
ঘ. ভাব অনুযায়ী
২৯. ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে-
ক. পশুদের রাজা
খ. হরিণদের রাজা
গ. বানরের রাজা
ঘ. সিংহ
৩০. ‘কোমর বাঁধা’ বাগধারাটির অর্থ হচ্ছে-
ক. সংকীর্ণমনা লোক
খ. সফলতা লাভ
গ. দৃঢ় সংকল্প
ঘ. সৌভাগ্য লাভ
শেষের কথা
উপরের অংশে আমরা যথাযথভাবে এসএসসি বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত সাজেশন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি বলে আশা করেছি। আপনার এই বিষয়গুলো পড়লে অনেক উপকৃত হবেন। পাশাপাশি ২০২৫ এর এসএসসি পরীক্ষার সকল বিষয়ের প্রশ্ন সমাধান, চূড়ান্ত সাজেশন, ও ফলাফল এতে ওয়েবসাইটটি লগইন করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন।