সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৫
সরকারি কর্মচারী হাসপাতাল এডমিট কার্ড ডাউনলোড ২০২৫ PDF

বিসমিল্লাহির রহমান রহিম সরকারি কর্মচারী হাসপাতাল (SKH)পরীক্ষার সময়সূচী ও এডমিট কার্ড ডাউনলোড ২০২৫ নিবন্ধনে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেই সুস্থ রয়েছেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে শুরু করতে যাচ্ছি সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) বিভিন্ন শূন্য পদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে,কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষাটি লিখিত /এমসিকিউ আকার অনুষ্ঠিত হবে? পাশাপাশি কিভাবে আপনি অনলাইন থেকে এডমিট কার্ড ডাউনলোড করবেন? সে সকল বিষয় বিস্তারিত জানতেই আমাদের নিবন্ধনের সঙ্গে সঙ্গে থাকুন এবং খুব মনোযোগ সহকারে এ টু জেড পড়ুন।
সরকারি কর্মচারী হাসপাতাল পরীক্ষার সময়সূচি ২০২৫
৩৬ টি ক্যাটাগরিতে ১৯১ টি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ অনলাইনে একটি বিশাল বিজ্ঞপ্তির প্রকাশ করেন সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ। যার বিপরীতে শূন্য পদ গুলিতে চাকরি পাওয়ার আশায় সারা দেশ হইতে 56 হাজার ১৯৭ জন প্রার্থী আবেদন করেন। আবেদন প্রক্রিয়া শেষ হলে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সহ সময়সূচী প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের নাম: সরকারি কর্মচারী হাসপাতাল (SKH)
আরও দেখুন;- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রশ্ন সমাধান ২০২৫ pdf ডাউনলোড
পদ নাম এবং শূন্যপদ:
- ডায়েটিশিয়ান – ০৩
- স্বাস্থ্য শিক্ষক – ০৫
- অ্যানেস্থেটিস্ট – ০২
- অর্থোটিস্ট – ০২
- অডিওলজিস্ট – ০২
- ফিজিওথেরাপিস্ট – ১০
- অকুপেশনাল থেরাপিস্ট – ০৪
- স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট – ০২
- ডে কেয়ার অফিসার – ০২
- বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার – ০৩
- ই.পি.আই. টেকনিশিয়ান – ০৫
- সহকারী গ্রন্থাগারিক – ০১
- পরিবার কল্যাণ পরিদর্শক (FWV) – ০৫
- OT টেকনিশিয়ান – ০৫
- ECG টেকনিশিয়ান – ০৫
- ECO টেকনিশিয়ান – ০৬
- ETT টেকনিশিয়ান – ০৬
- হাল্টার টেকনিশিয়ান – ০৬
- ক্যাথ ল্যাব টেকনিশিয়ান – ০৬
- ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (রেডিওগ্রাফার) – ০৬
- ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান – ০৬
- টেকনিশিয়ান (বায়োমেডিক্যাল) – ০৬
- ডায়ালাইসিস টেকনিশিয়ান – ২৭
- টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টেরোলজি – ০৬
- রেকর্ড কিপার – ০২
- সহকারী হিসাবরক্ষক – ০৪
- অ্যাকাউন্টস সহকারী – ০২
- ভাড়া সংগ্রাহক – ০১
- ক্যাটালগার – ০১
- জুনিয়র মেকানিক – ০৩
- যন্ত্র তত্ত্বাবধায়ক – ০৩
- হাউস কিপার – ১০
- লিনেন কিপার – ১০
- ওয়ার্ড মাস্টার-০৫
- অফিস সোহায়োক – ০৮
মোট শূন্যপদ: ১৯১
পরীক্ষার তারিখ: ১৮ এপ্রিল এবং ০২ এবং ১৬ মে ২০২৫
পরীক্ষার সময়: ১০:০০ AM
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৫
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার জন্য 22 শে মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন যেখানে উল্লেখিত আগামী ১৮ এপ্রিল ও ২ এবং ১৬ মে ২০২৫ ক্যাটাগরি ভিত্তিতে পর্যায় কমে শূন্য পদগুলির পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় বাংলা,ইংরেজি,গণিত ও সাধারণ জ্ঞান এই ৪টি বিষয়ের উপর ১০০ নম্বরে প্রশ্নপত্র প্রদান করা হবে। পরীক্ষাটি ইডেন মহিলা কলেজ কেন্দ্রীয় অনুষ্ঠিত হবে আপনার যথাসময়ে হাজির হবেন।
(SKH) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৫ PDF
যেকোনো চাকরি নিয়োগ পরীক্ষার জন্য এডমিট কার্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এডমিট কার্ড ছাড়া পরীক্ষার কেন্দ্রে প্রবেশ একেবারে নিষিদ্ধ। যে কারণে যে কোন নিয়োগ পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রয়োজন। অনেক প্রার্থীরাই এখনো জানে না কিভাবে অনলাইন থেকে ঘরে বসে এডমিট কার্ড ডাউনলোড করা যায়। যার জন্যই সরকারি কর্মচারী হাসপাতাল বিভিন্ন পদের পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skh.gov.bd লিংকে প্রবেশ করুন এবং আপনার রোল নাম্বার ও রেজিস্টার নাম্বার দিয়ে এরপর a4সাইজের কাগজে পিন্ট আকারে পিডিএফ ডাউনলোড করুন।
শেষের কথা
আশা করি উপরের অংশে বুঝতে পেরেছেন কবে কখন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা। অনলাইন থেকে pdf এডমিট কার্ড ডাউনলোড বিষয় । আপনারা যে কোন চাকরি নিয়োগ পরীক্ষার সময়সূচি, প্রশ্ন সমাধান, এডমিট কার্ড ডাউনলোড, ফলাফল, ও চূড়ান্ত সাজেশন। পেতে আমাদের ওয়েবসাইটটি লগইন করুন।